রাজধানীর কূটনৈতিক জোন গুলশানে ১ মাস ৯ দিন পর কাল থেকে আবার বাস চলাচল শুরু হচ্ছে। এতে লাঘব হচ্ছে প্রায় দেড়মাসের যাত্রী দুর্ভোগ। তবে আগের মতো সাধারণ বাস নয়। শুধু ওই এলাকায় চলাচলের জন্য ‘ঢাকা চাকা’ নামে নতুন সার্ভিসের অধীনে গুলশানের দু’টি রুটে নামছে ২০টি এসি বাস। একই সঙ্গে গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন আবাসিক এলাকায় নামানো হচ্ছে বিশেষ রংয়ের রিক্সা। কাল গুলশান-১ এর হাতিরঝিল সংলগ্ন কনকর্ড পুলিশ প্লাজা চত্বরে এই বাস ও রিক্সা সার্ভিস উদ্বোধন হওয়ার কথা রয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় এই কার্যক্রমে সম্পৃক্ত রয়েছে ওই চার আবাসিক সোসাইটি। আজ সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপির তা উদ্বোধনের কথা রয়েছে। এছাড়া ডিএনসিসি মেয়র আনিসুল হক, স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমতউল্লাহ, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, এফবিসিসিআই প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এবং কর্মকর্তাদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। গত ১লা জুলাই গুলশান-২ এর ৭৯ নম্বর রোডের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিদের ভয়াবহ জিম্মি-হত্যাকান্ডের পর থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ওই এলাকায় বাস চলাচল বন্ধ ছিল। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. মঞ্জুর-ই-মওলা মানবজমিনকে বলেন, কূটনৈতিক জোনের নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে সংযুক্ত চারটি আবাসিক এলাকার সমন্বয়ে এই বিশেষ বাস ও রিক্সা সার্ভিস চালুর উদ্যোগ। বুধবার উদ্বোধনের পর চাহিদা থাকলে পর্যায়ক্রমে ৪০টি এসি বাস ও ৫০০ বিশেষ রিক্সা নামানো হবে বলে তিনি জানান।