স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস : ট্রেনের ধাক্কায় অটোরিক্সার যাত্রী পাবনা সদর হাপসাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজিম খান(৫০) নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ২জন আহত হন।
ডাঃ নাজিম গাজীপুর সদর হাসপাতালে পাবনা হাসপাতালে বদলী হওয়ার আগে একই পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বিবাড়িয়া জেলার বান্ছারামপুর থানার দরিয়াদৌলত গ্রামে। তার স্ত্রী ডাঃ শারমিন সুলতানা নারায়ানগঞ্জ সরকারী হাসপাতালের ডাক্তার। নিহতের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
মঙ্গলবার বেলা ২টা ০৫মিনিটে ঢাকা-জয়দেবপুর রেলরুটের টঙ্গী-ধীরাশ্রম স্টেশনের মাঝে ৩০১ থেকে ৩০০ কিঃ মিঃ (অরক্ষিত গেটে) এর মধ্যে অবস্থিত রেলক্রসিংয়ে ওই ঘটনা ঘটে। বিকাল সাড়ে ৪টায় তিনি মারা যান।
স্থানীয় সূত্র জানায়, গাজীপুর আদালতে স্বাক্ষ্য দেয়ার পর পাবনা ফেরার পথে রেলক্রসিং অতিক্রমকালে ডাঃ নাজিমকে বহনকারী অটোরিক্সাকে ঢাকা গামী সিল্কসিটি ট্রেন ধাক্কা দিলে তিনি সহ তিন যাত্রী রাস্তা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষনিকভাবে তাকে গাজীপুর সদর হাসপাতালে আনার পর চিকিৎসাকেরা বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হন। বিকাল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষনা করা হয়।
ডাঃ নাজিমের লাশ বর্তমানে তার পূর্বের কর্মস্থল গাজীপুর সদর হাসপাতালের লাশ ঘরের সামনে রয়েছে।
গাজীপুর সদর হাসপাতালের ডাঃ মনিরুজ্জামান সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
জয়দেবপুর রেলওয়ে জংশনের প্রধান স্টেশন মাস্টার সরদার জিয়াউদ্দিন জানান, আনম্যান ক্রসিংয়ে ওই দূঘটনা ঘটেছে। সরকারীভাকে ওই ক্রসিংয়ে কোন লোক নিয়োজিত ছিলেন না। স্থানীয়ভাবে ওই ক্রসিং নিয়ন্ত্রন করা হয়।