পদত্যাগ করতে পারেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। যে কোন সময় পদ ছাড়ার ঘোষণা দিতে পারেন তিনি। নবগঠিত কমিটিতে কাঙ্খিত পদ না পেয়ে ক্ষুদ্ধ-হতাশ আবদুল্লাহ আল নোমান এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। তার বিএনপির রাজনীতি ছেড়ে দেয়ার গুঞ্জনও ছড়িয়ে পড়েছে। বিএনপির প্রবীণ নেতা আবদুল্লাহ আল নোমান এবার স্থায়ী কমিটির সদস্য হতে যাচ্ছেন এমন আলোচনা আগে থেকেই ছিলো। বিএনপির রাজনীতিতে তার জুনিয়র বেশ কয়েকজনও এরইমধ্যে সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামে স্থান পেয়েছেন। কিন্তু সদ্য ঘোষিত কমিটিতেও ভাইস চেয়ারম্যান হিসেবে বহাল থাকার পর নোমান এবং তার সমর্থকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে আবদুল্লাহ আল নোমানের ঘনিষ্ঠরা জানিয়েছেন, তিনি আর ভাইস চেয়ারম্যান পদে থাকতে চান না। দুই-এক দিনের মধ্যেই তিনি তার অবস্থান পরিস্কার করবেন।