বিদ্যুৎ আইনের খসড়া অনুমোদন: বৈদ্যুতিক স্থাপনায় নাশকতার শাস্তি ১০ বছর দণ্ড

Slider জাতীয়

file

 

বিদ্যুৎ আইন ২০১৬’র খসড়ার নীতিগত অনুমোদন হয়েছে মন্ত্রীসভার বৈঠকে। আজ সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ স্থাপনায় অনিষ্ট সাধনের জন্য কেউ বিদ্যুৎকেন্দ্র, বিদ্যুৎ উপকেন্দ্র, বিদ্যুৎ লাইন, খুঁটি বা অন্য যন্ত্রপাতি নাশকতার মাধ্যমে ভেঙে ফেললে বা ধ্বংস করলে অনধিক সাত থেকে ১০ বছরের কারাদন্ড এবং ১০ কোটি টাকা পর্যন্ত অর্থদন্ডে দণ্ডিত হবেন। এর আগে বিদ্যুৎকেন্দ্রে নাশকতার ঘটনাগুলো এ আইনের আওতায় আসবে কি না সে বিষয়ে আইনে কিছু বলা হয়নি জানিয়ে শফিউল বলেন, আইনটি চূড়ান্ত অনুমোদনের সময় বিষয়টি আলোচনায় আসতে পারে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইংরেজিতে করা আইনগুলোকে বাংলায় করার বিধান রয়েছে। সেই আলোকে ১৯১০ সালের বিদ্যুৎ আইনকে হালনাগাদ করে নতুন এ আইন করা হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *