মেশিনে জন্মাবে শিশু!

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

73209_tube
গ্রাম বাংলা ডেস্ক:মা ছাড়াই মেশিনে জন্মাবে শিশু৷ এরকমই দাবি করেছেন একদল গবেষক৷ কৃত্রিম উপায়ে জন্ম নেওয়া এই পদ্ধতির তাঁরা নাম দিয়েছেন একটোজেনেসিস৷ গবেষকদের আশা, ২০৩৪ সালের মধ্যেই সফল হবেন তাঁরা৷ ২০০১ সাল থেকে গবেষণা শুরু হয়েছে৷

গবেষকরা একটোজেনেসিস পদ্ধতির সাহায্যে এর আগে প্লাসেন্টা যন্ত্রে ইঁদুরের ভ্রুণ তৈরিতে কাজ করেছেন৷ এই প্রযুক্তি নিয়ে অবশ্য পক্ষে বিপক্ষে নানা মতভেদ রয়েছে৷

এক্টোজেনেসিস কী?

এক্টোজেনেসিস হল শরীরের বাইরে এই জৈব দেহের বেড়ে ওঠার পদ্ধতি৷  যা পশু বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রয়োগ করা হয়৷ এতে কৃত্রিম গর্ভাশয়ের জন্য কৃত্রিম একটি জরায়ুর প্রয়োজন পড়ে৷ যেটি ভ্রুণের জন্য পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করতে পারে৷  বর্জ্য অপসারণের জন্য কাস্টম-বিল্ট বা অ্যামিনোটিক ফ্লুইডের থলিও প্রয়োজন পড়ে৷ এইসব বস্তুকে একটি প্লাসেন্টা যন্ত্র দিয়ে সংযুক্ত করা হয়, তাতে বিভিন্ন তার সংযুক্ত থাকে৷ এই পদ্ধতি চালু হলে স্যারোগেট মাদার বা গর্ভ ভাড়া করার প্রয়োজন পড়বে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *