রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে ট্রলার ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। আরও তিন জন নিখোঁজ রয়েছেন। নিহত তিন জনের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে। আজ শনিবার সকাল ৭টার দিকে হরিণবাড়ি বাজার সংলগ্ন সেুতর ২ কিলোমিটার দূর থেকে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় তাদের লাশ উদ্ধার করা হয়। কালুখালি থানার ওসি নূরে আলম ফরিক জানান, নিহতরা হলেন- হালিমন, ফরিদা এবং রাজু। তাদের বাড়ি কালুখালী এলাকায়। নিখোঁজদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন। তারা পাংশা থানার চর রামনগর এবং কালুখালী থানার আলেকদিয়া গ্রামের বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় আনুমানিক ২০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার উপজেলার হরিণবাড়ি থেকে সাদারচর যাচ্ছিল। সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার কালুখালীতে পদ্মার প্রবল স্রোতের মধ্যে হরিণবাড়ি বাজার সংলগ্ন একটি সেতুর নিচে ট্রলারটি ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরিয়ে উঠে আসলেও পাঁচজন তলিয়ে যায়। নিখোঁজদের উদ্ধারের জন্য রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ভোরে ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানান ওসি।