আড়াইহাজারে বিয়ে বাড়িতে হামলা, পুলিশসহ আহত ৩০

জাতীয়

file

 

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি বিয়ে বাড়িতে  হামলায়  দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। সংঘর্ষে ভাঙচুর করা হয় গোপালদী  পৌরসভার মেয়রের গাড়ি। প্রায় এক ঘণ্টা অবরুদ্ধের পর পুলিশ তাকে উদ্ধার করে। শুক্রবার পৌনে ২টায়  বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম শিকদারের মামাতো ভাই রামচন্দ্রদী গ্রামের দুলাল মিয়ার সঙ্গে বিশনন্দী গ্রামের রিপন মিয়ার মেয়ে সোনিয়া আক্তারের বিয়ে হয় গতকাল দুপুরে। তবে বিয়ের আগে দুপুর ১২টার দিকে  বিশনন্দী গ্রামের রুহুল ও  রনিসহ ১০-১২ জন গিয়ে  বিয়ে বন্ধ রাখতে বলে। এর মধ্যে দুপুর পৌনে ২টার দিকে বরপক্ষ চলে আসে যেখানে বরযাত্রী হিসেবে  মেয়র হালিম শিকদারও উপস্থিত ছিলেন। বিয়ের পর  ২টার দিকে আবারও হুমকি দেয়া হয় বরযাত্রীদের। শুরু হয় কনে ও বরপক্ষের লোকজনদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ। চলে ২ ঘণ্টাব্যাপী।  ওই সময়ে মেয়রকে অবরুদ্ধ করে রাখা হয়। ভাঙচুর করা হয় তার গাড়িসহ কনের বাড়িতে থাকা বিয়ের আসবাবপত্র ও অন্য জিনিসপত্র। কনের বাবা রিপন মিয়া জানান, সকালে রনি ও রুহুলসহ আরো কয়েকজন এসে বিয়েতে এসে বাধা দেয়। পরে দুপুরে বরপক্ষ আসলে বিয়ে পড়ানো হয়। কিন্তু এর পরেই শুরু হয় হামলা। তিনি আরো জানান, রুহুল আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। আমি দিতে রাজি হয়নি। তাই এ হামলা চালায়। সংঘর্ষে পুলিশের কনস্টেবল হুমায়ূনসহ স্থানীয় মনির, কাউসার, আউয়াল, হক মিয়া, জজ মিয়া, শামীম,  আবু সাইদ, মান্নানসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরো কয়েকজন পুলিশ সদস্যের আহতের খবর জানা গেলেও তাদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কমপক্ষে ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। বিকাল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। সংঘর্ষে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *