সন্ত্রাস ও জঙ্গিবাদ ইস্যু এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে ২০ দলীয় জোটের প্রধান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।
আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে গুলশানে বেগম জিয়ার বাসভবনে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
কাদের সিদ্দিকীর নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিনিধি দলে ছিলেন মিসেস নাসরিন সিদ্দিকী, মহাসচিব হাবিবুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম।
২০ দলীয় জোট নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। এছাড়াও সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।