জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে সোমবার পাকিস্তানী বংশদ্ভুত এক ব্যক্তিকে দেশে পাঠিয়ে দিয়েছে ইতালি সরকার। অবাক করা কথা হলো, আফতাব ফারুক নামের ২৬ বছর বয়সী ওই ব্যক্তি এক সময় ইতালির অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছে ইতালির কয়েকটি পত্রিকা। ইতালির ক্রীড়া দৈনিক গাজেতা দেলো ২০০৯ সালে তোলা দেশটির অনূর্ধ্ব-১৯ দলের একটি ছবি ছেপেছে। সেই ছবিতে আছেন আইএস-সন্দেহভাজন আফতাব ফারুক। তিনি সেই দলের অধিনায়ক ছিলেন। সম্প্রতি আইএসের নামে ইতালিতে সন্ত্রাসী কর্মকা-ের পরিকল্পনার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আফতাব ক্রিকেট খেলার পাশাপাশি একটি ওয়্যারহাউজে কাজ করতেন। সম্প্রতি টেলিফোনে আড়ি পেতে তার সন্ত্রাসী কর্মকা-ের পরিকল্পনার কথা জানতে পারে ইতালির পুলিশ। ইতালির কোনো একটি ওয়াইনের দোকান কিংবা বিমনবন্দরে হামলার পরিকল্পনা করছিলেন বলে এক ব্যক্তির সঙ্গে তার কথোপকথোন পুলিশের হাতে যায়। সেই সন্ত্রাসী হামলা বোমা নাকি কালাশনিকভ রাইফেল দিয়ে করা হবে তা নিয়ে ওই ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন তিনি। তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠার পর পুলিশ আটক করে তাকে পাকিস্তানে পাঠিয়ে দেয়। কিন্তু তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ মেনে নিতে পারছেন না মিলানের কিংসগ্রোভ ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট ফ্যাবিও মারাবিনি। এই ক্লাবে আফতাবের অভিভাবকের মতো ছিলেন তিনি। তিনি বলেন, ‘আমি তাকে খুব ভালভাবে চিনি। ১৩ বছর আগে ইতালিতে আসার পর সে আমাদের এই ক্লাবে খেলে আসছে। সে অন্য সব খেলোয়াড়ের মতো সাধারণ ছিল। সে খুবই ভাল ও ভদ্র ছেলে। যে কারো সাহায্যে সে সবার আগে এগিয়ে যেতো। সে প্রতিবন্ধী মানুষের সাহায্যের জন্য বিভিন্ন জায়গায় যেতো। তার সম্পর্কে এমন খবর বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে। সে যদি আসলেই সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকে তাহলে আমি যে আফতাবকে চিনি সে আফতাব সে নয়। এত দ্রুত কারো পরিবর্তন হয়ে যাওয়া আমার কাছে অবিশ্বাস্য।’ তিনি আরো বলেন, ‘ইসলামাদের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সে আমাকে ফোন করে। আমি এতদিন তার জন্য যা করেছি সেজন্য সে আমাকে ধন্যবাদ জানায়।’