গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও প্রবাসী তাহমিদ খানকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে নেয়া হয়েছে। আদালত তাদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
গুলশান হামলার সময় পরিবারসহ হাসনাত করিম ওই রেস্তোরাঁয় অবস্থান করছিলেন। তাহমিদ খানও সেখানে ছিলেন। সকালে হলি আর্টিজানে অভিযানের সময় তারা উদ্ধার হন। এর জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশ ডাকলেও এরপর থেকে তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। সর্বশেষ পুলিশের আইজিপি শহিদুল হক এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন হাসনাত করিম পুলিশের নলেজে আছে। আজ দুপুরে ডিএমপির উপ কমিশনার মাসুদুর রহমান মানবজমিনকে জানান, গতরাতে গুলশান থেকে হাসনাত করিম ও বসুন্ধরা এলাকা থেকে তাহমিদকে গ্রেপ্তার করা হয়েছে। তাহমিদ কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।