পিঁপড়ার ওজন মানুষের ওজনের সমান

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

73010_ant-dish
গ্রাম বাংলা ডেস্ক: পৃথিবীর সব পিঁপড়ার ওজন আর সব মানুষের ওজন সমান। সম্প্রতি কথাটি বলেছেন বিবিসি ফোরের ক্রিস প্যাকহ্যাম। কথাটা কি সত্য?
এই দাবিটি প্রথম করেছিলেন ১৯৯৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যাডওয়ার্ড ও উইলসন এবং জার্মান জীববিজ্ঞানী বার্ট হোলডোবলার, তাদের ‘টু দি অ্যান্টস’ বইতে।
তাদের হিসাবের সূত্র ছিলেন ব্রিটিশ পতঙ্গ বিশেষজ্ঞ সি বি উইলিয়ামস। তার হিসাব অনুযায়ী পৃথিবীতে মোট পিপিলিকার সংখ্যা এক মিলিয়ন ট্রিলিয়ন।
উইলসন ও হোলডোবলার লিখেছিলেন, আমরা যদি খুব কম করেও হিসাব করি, তবুও দেখা যাবে, পিঁপড়ার মোট সংখ্যা দাঁড়ায় ১০ হাজার ট্রিলিয়ন। কর্মী পিপিলিকার গড় ওজন এক থেমে ৫ মিলিগ্রাম। ফলে তাদের মোট ওজন দাঁড়ায় সব মানুষের মোট ওজনের সমান।
তাদের মতে, একজন মানুষের গড় ওজন একটি পিঁপড়ার গড় ওজনের চেয়ে ১০ লাখ গুণ বেশি। আর মানুষের গড় ওজন ৬২ কেজি। ফলে মানুষের মোট ওজনের সমান হতে হলে পিঁপড়ার গড় ওজন হতে হয় কমপক্ষে ৬০ মিলিগ্রাম। বড় পিঁপড়ার ওজন ৬০ মিলিগ্রাম হলেও ছোটগুলোর ওজন অনেক কম। এমনাকি এক মিলিগ্রাম বা দুই মিলিগ্রামের পিঁপড়াও আছে।
পৃথিবীতে প্রায় ১৩ হাজার প্রজাতির পিঁপড়া আছে। তাদের দৈর্ঘ্য এক মিলিমিটার থেকে ৩০ মিলিমিটার। ফলে বেশির ভাগ বিশেষজ্ঞের মতে, পিঁপড়ার গড় ওজন ১০ মিলিগ্রামের চেয়েও কম।
অবশ্য, পৃথিবীতে মোট পিঁপড়ার সংখ্যা কেউ জানে না। বিবিসি ফোর ডকুমেন্টারিতে দাবি করা হয়, পিঁপড়ার সংখ্যা ১০ হাজার ট্রিলিয়ন নয়, মাত্র ১০০ ট্রিলিয়ন। আর সেটা হলেও তাদের মোট ওজন, মানুষের সম্মিলিত ওজনের সমান হয়ে যায়।
উইলসন ও হোলডোবলারের মতে, পৃথিবীতে মানুষের সংখ্যা ৭.২ বিলিয়ন। তাদের মোট ওজন ৪৫০ বিলিয়ন কেজি।  আর পিঁপড়ার গড় ওজন ৪ মিলিগ্রাম ধরলে তাদের মোট ওজন হয় মাত্র ৪০ বিলিয়ন কেজি। ফলে তাদের ওজন অনেক কম দাঁড়ায়।
কিন্তু তবুও কোনো কোনো বিজ্ঞানী দাবি করছেন, পিঁপড়ার ওজন মানুষের ওজনের সমান। তাদের মতে, এই সমীকরণ মেলানোর জন্য মাত্র শ’ দুয়েক বছর পেছনে যেতে হবে। তখন মানুষের সংখ্যা ছিল অনেক কম। আর তারা বর্তমানের মতো এত ওজনদারও ছিল না। তখনকার হিসাব করলে দেখা যাবে, মানুষের মোট ওজন আর পিঁপড়ার মোট ওজন সমান।
সূত্র : বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *