ধাওয়ায় মাদক ব্যবসায়ীর মৃত্যু, পুলিশকে পিটিয়ে হত্যা

Slider জাতীয়

25554_ngonj

 

উপজেলার পৌরসভার নোয়াইল রাইজদিয়া এলাকায় বুধবার বিকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে পানিতে ডুবে আব্দুল মতিন (৫০) নামে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় উত্তেজিত এলাকাবাসী হামলা চালিয়ে এক কনস্টেবলকে  পিটিয়ে হত্যা করে। নিহত কনস্টেবল আরিফুজ্জামান (ব্যাচ নং ৬০৭) মানিকগঞ্জের সুসন্দা এলাকার মৃত বজলুর খাঁনের ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে থানার (এএসআই) ফখরুল কনস্টেবল আরিফুজ্জামানকে নিয়ে সোনারগাঁও পৌরসভার নোয়াইল রাইজদিয়া এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় মৃত মোসলেউদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী আব্দুল মতিনকে আটক করে তার দেহ তল্লাশি করতে থাকে। এ সময় আব্দুল মতিন পালানোর উদ্দেশ্যে দৌড়ে পার্শ্ববর্তী নোয়াইল ব্রিজের উপর থেকে খালে ঝাঁপ দেয়। তখন কনস্টেবল আরিফুজ্জামান খালে নেমে আব্দুল মতিনকে উদ্ধারের চেষ্টা চালায়। এ সময় মতিন পানিতে ডুবে যায়। এর কিছুক্ষণ পর লাশ ভেসে উঠলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে পুলিশকে ধাওয়া দেয়। এসময় পুলিশের (এএসআই) ফখরুল পালিয়ে প্রাণে বেঁচে গেলেও কনস্টেবল আরিফকে পিটিয়ে বিলের মাঝখানে ফেলে রাখে এলাকাবাসী। পরে খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে কনস্টেবল আরিফের মৃতদেহ উদ্ধার থানায় নিয়ে আসে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান ও সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) ফোরকান সিকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোন প্রকার অপ্রতিকর ঘটনা এড়াতে ঐ এলাকায়  অতিরক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গ্র্রেপ্তারের ভয়ে রাইজদিয়া ও নোয়াইল এলাকায় পুরুষশূন্য হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *