৪ঠা আগস্ট খালেদার সঙ্গে সাক্ষাৎ করবেন কাদের সিদ্দিকী

Slider ফুলজান বিবির বাংলা রাজনীতি

25379_kader

 

জঙ্গিবাদ ইস্যু ও দেশের বর্তমান বিরাজমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য নিয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। ৪ঠা আগস্ট মাগরিবের নামাজের পর দলীয় নেতাকর্মী নিয়ে গুলশানের কার্যালয়ে গিয়ে তিনি সাক্ষাত করবেন। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান। কাদের সিদ্দিকী বলেন, সাম্প্রতিক গুলশানে ও শোলাকিয়ায় জঙ্গি হামলা হয়েছে। সরকার বলছে কিছু হয়নি। অপর দিকে টেলিভিশনগুলো দেখাচ্ছে কোথাও দোকান পাট খোলা নেই। মানুষ রাস্তায় বের হচ্ছেনা। গত কয়েকটি জঙ্গি হামলার পর সব খানে শুধু আতঙ্ক। একদিকে জঙ্গি আতঙ্ক। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে বিনা বিচারে হত্যার আতঙ্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *