সমাপনী পরীক্ষা বাতিলের দাবিতে আলটিমেটাম

Slider জাতীয়

th

আগামী ১০ই জুলাইয়ের মধ্যে সমাপনী পরীক্ষা বাতিলের আলটিমেটাম দিয়েছেন রাজধানীর অভিভাবক ঐক্য ফোরাম। অন্যথায় ১২ই জুলাই থেকে ১৮ই  জুলাই সপ্তাহব্যাপী ঢাকার স্কুলগুলোতে কঠোর আন্দোলন শুরুর ঘোষণা দেয়া হয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোরামের নেতারা এ বছরই ৫ম শ্রেণির পিইসি পরীক্ষা বাতিল, কোচিং বাণিজ্য নিষিদ্ধ এবং বেসরকারি স্কুল-কলেজে বিশেষ কমিটি বাতিলের দাবি জানান। লিখিত বক্তব্যে বলা হয়, পিইসি পরীক্ষার যাতাকলে পিষ্ট হয়ে কোমলমতি শিক্ষার্থীরা বনসাই হয়ে বেড়ে উঠছে, আনন্দময় শৈশব হারিয়ে ফেলছে, শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। মেধা বিকাশের চেয়ে মেধা বিকাশে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। এ পরীক্ষা শিক্ষার্থীর বদলে পরীক্ষার্থী বানাচ্ছে এবং এ পরীক্ষা শিশুদের ওপর নির্যাতনের শামিল। এ সময় আইন করে নোট, গাইড বই এবং কোচিং বাণিজ্য নিষিদ্ধ করারও দাবি জানান। এছাড়া আদালতের রায় অনুযায়ী তারা ভিকারুননিসা নূন,  মতিঝিল আইডিয়ালসহ যেসব স্কুলে বিশেষ কমিটি রয়েছে তা বাতিলের দাবি জানান। এছাড়াও বিশেষ কমিটির সভাপতি পদে এমপিদের নাম বাতিল করে রাজধানী ও বিভাগীয় শহরে বিভাগীয় কমিশনার, জেলায় জেলা প্রশাসক, উপজেলায় ইউএনওকে সভাপতি করে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে এডহক কমিটি গঠন করার জন্য বোর্ড কর্তৃপক্ষকে প্রজ্ঞাপন জারি করার দাবি জানান। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু। এ সময় সহ-সভাপতি মো. সেলিম উদ্দিন, মো. বেলায়েত হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *