কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের গোলাগুলি, নিহত ১

Slider জাতীয় শিক্ষা

file

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষে তুমুল সংঘর্ষে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। গত রাতে এ ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে। শোকের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলনের পরই দুটি গ্রুপ সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রদের আজ বেলা ১১টা ও ছাত্রীদের দুপুর দুইটার মধ্যে হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। উপাচার্য মো. আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। নিহত ছাত্রের নাম খালেদ সাইফুল্লাহ। সে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী ও কবি নজরুল হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। এ ঘটনায় অন্তত আরও নয়জন আহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *