জঙ্গি মোকাবিলায় মোবাইল অ্যাপ ‘হ্যালো সিটি’ চালু

Slider জাতীয়

25091_asdf

 

জঙ্গি দমনে ‘হ্যালো সিটি’ মোবাইল অ্যাপ্ চালু করেছে পুলিশ। ওই অ্যাপের মাধ্যমে দেশের যেকোনও নাগরিক জঙ্গিদের কার্যক্রম সম্পর্কে পুলিশকে অবহিত করতে পারবেন। তথ্য দানকারী ব্যক্তি চাইলে তার নাম ও পরিচয় গোপন রাখতে পারবেন। ওই অ্যাপের মাধ্যমে সকল নাগরিককে তথ্য দেয়ার জন্য বাংলাদেশ পুলিশ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। আজ সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ওই অ্যাপের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, গুলশান ও শোলাকিয়ার হামলার ঘটনার পর বাংলাদেশের আইন-শৃংখলা বাহিনী আগের চেয়ে সতর্ক রয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদ ও সস্ত্রাস দমনে পুলিশ নিরলস পরিশ্রম করে যাচ্ছে। দেশের সার্বিক নিরাপত্তার জন্য শুধু আইন-শৃংখলা বাহিনীর পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়তে হবে। কারণ জনগণ হচ্ছে দেশের প্রাণশক্তি। তিনি আরও বলেন, দেশের মানুষ শান্তিপ্রিয়। তারা শান্তিতে বসবাস করতে চান। তারা ধর্মপ্রিয়। কিন্তু, ধর্মান্ধ নয়। নিজ নিজ ধর্ম পালনে কোন সমস্যা নেই। এটা অতীতে খুব ভালভাবে প্রমাণিত হয়েছে। কিন্তু, ইসলামের অপব্যাখা দিয়ে একটি বিশেষ মহল দেশের পরিস্থিতিকে ঘোলাটে করতে চাইছে। এটা দেশের জনগণ কখনও হতে দিবে না। এ সময় পুলিশের আইজি একেএম শহীদুল হক, ডিএমপির কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ঢাকা মহানগর কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলামসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *