মিলিটারি অ্যাকাডেমি বন্ধ করে দেবে তুরস্ক

Slider সারাবিশ্ব

25076_erdogan

 

তুরস্কে ব্যর্থ অভ্যূত্থাণ চেষ্টার পর দেশটির সেনাবাহিনীর ওপর সরকারী নিয়ন্ত্রন বাড়ানোর পদক্ষেপ নেয়া হচ্ছে। শনিবার দেশটির প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, তাদের মিলিটারি অ্যাকাডেমি বন্ধ করে দেয়া হবে। আর স্বসস্ত্র বাহিনীকে প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইসিকের অধীনে দেয়া হবে। ১৫ই জুলাইয়ের ব্যর্থ অভূত্থাণ চেষ্টার পর  সরকারের ব্যাপক শুদ্ধি অভিযানে নতুন এ পদক্ষেপগুলো যোগ হতে যাচ্ছে। এ খবর দিয়েছে গার্ডিয়ান। রোববার আনুষ্ঠানিক সরকারী গ্যাজেটে নতুন পরিবর্তনগুলোর ঘোষণা দেয়া হতে পারে বলে উল্লেখ করেন এরদোগান। চলমান সরকারী শুদ্ধি অভিযানে এ সপ্তাহেই ১৭০০ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। সবমিলিয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে ৬০ হাজারের বেশি মানুষকে আটক বা বরখাস্ত করা হয়েছে। ওই অভূত্থান চেষ্টার পেছনে যুক্তরাষ্ট্রভিত্তিক ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেন দায়ী বলে তুরস্ক সরকারের দাবি।  যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা গুলেন এ অভিযোগ অস্বীকার করেছেন। উল্লেখ্য, ১৫ই জুলাইয়ের অভ্যূত্থাণ চেষ্টায় কমপক্ষে ২৩৭ জন নিহত হয়। আহত হয় ২১ শতাধিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *