বড় আকারের সাইবার হামলার শিকার হয়েছে রাশিয়ার সরকারি নানা প্রতিষ্ঠান। দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানিয়েছে, আনুমানিক ২০ টি সরকারী প্রতিষ্ঠানের নেটওয়ার্কে সাইবার গুপ্তচর ভাইরাস পাওয়া গেছে। রাশিয়ায় এ সাইবার হামলার খবর এমন সময় এলো যখন কিনা যুক্তরাষ্ট্রের ডেমোকেট্রিক পার্টির তথ্য হ্যাকিংয়ের ঘটনায় দেশটির বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। রাশিয়া সরকার অবশ্য কোন প্রকাশ সংশ্লিষ্টতা অস্বীকার করেছে। এ খবর দিয়েছে বিবিসি। রাশিয়ার সরকারী নেটওয়ার্কে হ্যাকিংয়ের পেছনে কে দায়ী তা নিয়ে এফএসবি এখনও কিছু বলে নি। তবে তারা বলেছেন, হ্যাকের ঘটনা সুপরিকল্পিত এবং অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে করা হয়েছে। এগুলোর টার্গেট ছিল সরাকরী প্রতিষ্ঠানসহ বিজ্ঞান ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিষ্ঠান।