রাজধানীতে ব্যাচেলরদের বাসা ভাড়া না দেওয়ার বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি পুলিশ। শুধুমাত্র ভাড়টিয়াদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে থানায় জমা দেওয়ার বিষয়ে বাড়িওয়ালাদের প্রতি নির্দেশনা রয়েছে।
আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান রাজধানীর মিন্টো রোডে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
মাসুদুর রহমান বলেন, ব্যাচেলরদের বাড়ি ভাড়া না দেওয়া বা বাড়ি ছাড়া করার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বলা হয়েছে, শুধু পূর্ণাঙ্গ তথ্যগুলো যেন সংশ্লিষ্ট থানায় দেওয়া হয়। এর মধ্যে জাতীয় পরিচয়পত্র, অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ছবি, বয়স, স্থায়ী ঠিকানাসহ বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে।
মাসুদুর রহমান বলেন, জনগণকে স্বস্তি দেওয়ার জন্য এই তথ্যগুলো দিতে বলা হয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার সুযোগ নেই। যারা শান্তিপ্রিয় তারা তথ্য দিচ্ছে। সমস্যা মোকাবেলায় নাগরিক সহায়তার অংশ হিসেবেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।