নির্বাচন থেকে দূরে রাখতেই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হারাতে খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানই যথেষ্ট।
জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গয়েশ্বর রায় বলেন, যে মামলায় তারেক রহমানকে শাস্তি দেয়া হয়েছে, যারা আইন বুঝে না, তারাও বুঝে এটা শাস্তি নয়, এটা হলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অর্থাৎ নেতৃত্ব থেকে অথবা আরেকটি প্রহসনের নির্বাচন করার একটি পূর্বপ্রস্তুতিরই অংশমাত্র। সেই অংশে সবাই পড়তে পারে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমি শেখ হাসিনাকে বলবো, দেশে ৩০০ আসন আছে, এতে বিএনপির কমপক্ষে ১৫শ’ প্রার্থী আছে যারা নির্বাচন করতে চায়। আপনাদের গোয়েন্দা রিপোর্টে তাদের নামগুলো আছে। সুতরাং এই ১৫শ’ লোক আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না। আপনাকে (শেখ হাসিনা) হারানোর জন্য তারেক রহমানের দরকার হবে না, আপনাকে হারানোর জন্য নির্বাচনে খালেদা জিয়ার প্রয়োজন নাই, আমাদের জাইমা রহমানই যথেষ্ট। গয়েশ্বর রায় বলেন, আমি এটা নিশ্চিত করে বলতে পারি, আপনি যদি তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের সঙ্গে নির্বাচন করেন, তাহলে জয়লাভ তো দূরের কথা জামানত টিকিয়ে রাখতে পারবে কিনা সন্দেহ। সুতরাং এই যে মামলা দেন, জেল দেন, তারপরেও কিন্তু আপনার শেষ রক্ষা হবে না। গত ২৬শে জুলাই নির্বাচনের জন্য দলের নেতাদের নির্বাচনে প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি ইঙ্গিত করে গয়েশ্বর রায় বলেন, আপনি নিরপেক্ষ ও একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করুন, ক্ষমতা থেকে নামেন। একজন নিরপেক্ষ ব্যক্তির হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন করেন, জামানত থাকবে না। স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, এলডিপির যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম বক্তব্য রাখেন।