সুন্দরবন রক্ষায় রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি বাতিলে গণভোটের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। একইসঙ্গে বিক্ষোভ মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে আগামী ৩০শে জুলাই সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। আজ বিকাল ৩টায় রাজধানীর মুক্তিভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সদস্য সচিব আনু মুহাম্মদ। তিনি বলেন, সুন্দরবন রক্ষায় রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি বাতিলে গণভোটের আয়োজন করুন। দেশের ৯৯ ভাগ মানুষ এর চুক্তি বাতিলের পক্ষে রায় দেবে। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে জাতীয় কমিটির মিছিলে পুলিশের হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, পুলিশের টিয়ার শেলে আমাদের সংগঠনের শতাধিক কর্মী আহত হয়েছে। গুরুতর আহত ৪৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মিছিল থেকে ৬ জনকে আটক করা হয়েছে। অবিলম্বে আটকদের মুক্তি দাবি জানিয়েছেন তিনি। হামলায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, পুলিশি হামলার প্রতিবাদে আগামী ৩০শে জুলাই বিকাল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।