প্রখ্যাত বাঙালি লেখিকা ও সমাজকর্মী মহাশ্বেতা দেবী মারা গেছেন আজ। ২৩শে জুলাই বড় ধরণের হার্ট অ্যাটাকের শিকার হন তিনি। এরপর থেকে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। এ খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। ৯০ বছর বয়সী এ লেখিকা সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, পদ্মবিভূষণ, জ্ঞানপীঠ ও মাগস্যাসে অ্যাওয়ার্ড সহ বহু পুরষ্কারে ভূষিত হন।
গত দু’ মাস ধরে কলকাতার বেল ভু ক্লিনিকে চিকিৎসা হচ্ছিল তার। ডাক্তাররা বলেন, বার্ধক্যজনিত অসুস্থতার দরুন তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রক্ত সংক্রমণ ও কিডনি বিকল হয়ে তার অবস্থা খারাপের দিকে চলে যায়।