প্রভাবশালীদের দখলে ১৭ লাখ একর সরকারি ভূমি

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি জাতীয়

24600_vumi

 

সারা দেশে প্রায় ১৭ লাখ একর সরকারি ভূমি প্রভাবশালীদের দখলে রয়েছে। এর মধ্যে রেলের জমি রয়েছে ৪ হাজার ৩৯১ একর। বাকি ১২ লাখ ৬০ হাজার ২০০ একর খাস জমি। এসব ভূমি উদ্ধারে দীর্ঘদিন ধরে তাগাদা দেয়ার পরও দখলমুক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। কমিটির বৈঠকে অবৈধ দখলে থাকা ওই সব ভূমি উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেয়া হয়েছে। গতকাল সংসদ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. রেজাউল করিম হীরা। বৈঠকে কমিটির সদস্য মীর শওকাত আলী বাদশা, মো. একাব্বর হোসেন, মো. মকবুল হোসেন, সামছুল আলম দুদু, একেএম মাঈদুল ইসলাম, জাহান আরা বেগম সুরমা ও গাজী ম ম আমজাদ হোসেন মিলন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে উত্থাপিত তথ্যে বলা হয়েছে, বর্তমানে সারা দেশে খাস জমির পরিমাণ ১৬ লাখ ৮৬ হাজার ৯৫৭ একর। এরমধ্যে ১২ লাখ ৬০ হাজার ২০০ একর সরকারি জমিই অবৈধ দখলে। অপরদিকে সরকারি হিসেবে সারা দেশে প্রায় ১৩ লাখ একর সরকারি জমি অবৈধ দখলে রয়েছে। এরমধ্যে কৃষি-অকৃষি খাসজমির পরিমাণ প্রায় ৪ লাখ ২৬ হাজার একর, অর্পিত সম্পত্তির পরিমাণ ৩ লাখ ৭৪ হাজার একর, ২ লাখ ৫২ হাজার একর বনভূমি, ২ লাখ ৭ হাজার একর সরকারি প্রতিষ্ঠানের জমি এবং এক হাজার ২০০ একর পরিত্যক্ত সরকারি জমি। এছাড়া, বাংলাদেশ রেলওয়ের ৪ হাজার ৩৯১ একর ভূমি অবৈধ দখলে রয়েছে। বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে কমিটি এসব ভূমি উদ্ধারে অতিদ্রুত পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছে। আর ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট কার্যক্রম চালু আছে, এমন জেলা সরজমিন পরিদর্শন করে ওইসব এলাকার জনগণ এর মাধ্যমে কিভাবে উপকৃত হচ্ছে তা জানার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া, বৈঠকে গুচ্ছগ্রাম প্রকল্পের চলমান কার্যক্রমে স্ব স্ব নির্বাচনী এলাকার এমপিদের সম্পৃক্ত হওয়ার বিষয়ে আলোচনা হয়। কমিটি গুচ্ছগ্রাম প্রকল্পগুলোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ এবং অগ্রাধিকার ভিত্তিতে বেশি সংখ্যক লোক যাতে গুচ্ছগ্রাম প্রকল্পের সুবিধা পায় এ বিষয়ে গুরুত্ব দেয়ার সুপারিশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *