নড়াইলের একটি মাদ্রাসায় রাতের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে দুই শিশু মারা গেছে। হাসপাতালে চিকিৎসাধীন ১৪ শিশু। ওই মাদ্রাসায় এতিম শিশুরা থাকত।
গতকাল বুধবার রাত ১২টার দিকে নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আগদিয়া-শিমুলিয়া জামিয়াতুস সুন্নাহ মোহাম্মাদিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানায় এসব শিশু অসুস্থ হয়ে পড়ে।
মৃত দুই শিশু হলো আলিফ (৭) ও ইমামুল হোসেন (১৩)। আশরাফুল (১৫) নামের আরেক শিশু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।
মাদ্রাসার তত্ত্বাবধায়ক মাওলানা আব্দুল কাদেরের ভাষ্য, গতকাল রাত ১০টার দিকে ছেলেরা রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। ১২টার দিকে হঠাৎ করে কয়েকটি শিশু মাথা ঘুরছে বলে জানায়। একটু পরই বমি শুরু হয় তাদের। কেউ কেউ রক্তবমিও করে।
সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা অনিক সাহার ভাষ্য, খাদ্যে থাকা বিষের ক্রিয়ায় এমন হতে পারে।