কল্যাণপুরের ওই বাড়ির মালিকের স্ত্রী রিমান্ডে

Slider বাংলার মুখোমুখি

139487_122

 

 

বাড়ি ভাড়া দেয়ার আগে ভাড়াটিয়াদের নাম ঠিকানা যাচাই না করার অভিযোগে আটক কল্যাণপুরের তাজ মঞ্জিলের মালিকের স্ত্রী মমতাজ পারভীনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত।

‘জাহাজ বাড়ি’ নামে পরিচিত ছয় তলা ওই ভবনে সন্দেহভাজন জঙ্গিদের এক আস্তানায় সোমবার রাতভর আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান চলে। মঙ্গলবার ভোরে সোয়াট সদস্যদের বিশেষ অভিযানে নিহত হন সন্দেহভাজন নয় জঙ্গি।

পরে বাড়ির মালিক আতাহার উদ্দিন আহমেদের স্ত্রী মমতাজ পারভীন ও ছেলে মাজহারুল ইসলামকে আটক করে নিয়ে যায় মিরপুর থানা পুলিশ।

মিরপুর মডেল থানার এস আই বজলার রহমান বুধবার পারভীনকে ঢাকার হাকিম আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, পুলিশকে না জানিয়ে থানায় কোনো তথ্য না দিয়ে পারভীন জঙ্গিদের বাড়ি ভাড়া দেন। এ বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একেক সময় একেক কথা বলেন।

পারভীনের আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন শুনানিতে পুলিশের ওই আবেদনের বিরোধিতা করেন।

শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বলে আদালত পুলিশের এস আই রনপ কুমার ভক্ত জানান।

মিরপুর থানার এসআই জাকির হোসেন বলেন, ‘বাড়ির মালিক আতাহার উদ্দিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি পলাতক।’

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *