সাসেক্সে আর খেলা হচ্ছে না মুস্তাফিজের

Slider খেলা

7035e6489eb4e20ecc7a1ff24d8cb99e-Musta

মুস্তাফিজুর রহমানের সাসেক্স-অধ্যায় খুব সম্ভবত শেষই হয়ে গেল! গতকালই এমআরআই রিপোর্টে মুস্তাফিজের বাঁ কাঁধের স্ল্যাপে (অস্থিসন্ধির একটি অংশে) ধরা পড়েছে সমস্যা। চোটটা এতটাই গুরুতর, ইংলিশ কাউন্টি দল সাসেক্সের হয়ে অভিষেকেই আলো ছড়ানো মুস্তাফিজের আপাতত মাঠে নামার কোনো সম্ভাবনা নেই।
আজ হোভে কাল র‍য়্যাল লন্ডন ওয়ানডে কাপে হ্যাম্পশায়ারের বিপক্ষে ম্যাচ তো বটেই, সাসেক্সের বাকি ম্যাচগুলোতেও (ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩টি) তাই মুস্তাফিজকে দেখা যাবে না। আজ দুপুরে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে সেটিই বললেন, ‘তেমন কোনো সুযোগ দেখছি না। এই অবস্থায় সে খেলা চালিয়ে যাবে না। এখনো ওর কয়েকটি খেলা আছে। তবে খেলার সম্ভাবনা খুবই কম।’
এরই মধ্যে একটি এমআরআই করা হয়েছে মুস্তাফিজের। জালাল জানালেন, বাঁহাতি পেসারের অবস্থা আরও ভালো বুঝতে করা হবে আরও একটি এমআরআই, ‘অবস্থা বুঝতে আরও একটি এমআরআই করা হবে। ওর কাঁধে বাড়তি তরল জমে আছে। এমআরআই করার পর বুঝতে পারব আমাদের কী করণীয়। ইনজেকশন নাকি অস্ত্রোপচার করে চিকিৎসা করতে হবে, সেটির জন্য অপেক্ষা করতে হবে। আমরা সেখানকার চিকিৎসকদের মতামত শুনব। আর আমাদের এখানে ফিজিও-চিকিৎসক তো আছেনই। এরপর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
তবে আপাতত ইংল্যান্ড থেকে ফিরছেন না মুস্তাফিজ। কিন্তু তাঁর চিকিৎসার খরচ জোগাবে কে, বিসিবি না সাসেক্স? বিসিবির মিডিয়া কমিটির প্রধান বললেন, ‘আপাতত ওখানে চিকিৎসা চলছে। প্রয়োজন হলে খরচ বিসিবি দেবে। আর সাসেক্সের চুক্তির আওতায় যদি চিকিৎসার বিষয়টি থাকবে, তবে তারা দেবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *