সম্পাদকীয়; নিরাপত্তার আবেদন যেন অজুহাত না হয়

Slider সম্পাদকীয়

images

দেশের সার্বিক পরিস্থিতি বলছে মানুষ ও দেশ নিরাপত্তা আতঙ্কের মধ্যে আছে। আমাদের দেশের মানুষের মধ্যে কেউ কেউ নিরাপত্তা বিঘ্নিত করছেন। আবার কেউ কেউ নিরাপত্তার জন্য সরকারের কাছে আবেদন করছেন। আবার কেউ বা নিরাপত্তা বলয় ভাঙার জন্য কৌশলে নিরাপত্তা আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছেন।

আগে থেকে কম হলেও এখন অনেকটাই নিরাপদে নেই আমরা। শুলশান থেকে কল্যানপুর যা ম্যাসেজ দিচ্ছে তাতে মনে হয় আমরা নিরাপত্তা আতঙ্কে আছি। তাই আতঙ্কে থাকা মানুষগুলোকে আর আতঙ্ক ছাড়ানোর মাধ্যমে আতঙ্কিত করার দরকার নেই।

দেশ জনগন আর সরকারের জন্য এখন একটি গুরুত্বপূর্ন ম্যাসেজ আছে। তা হল, জনগন যেন অপরাধীদের প্রয়োজনে নিরাপত্তা আতঙ্ক তৈরী না করেন। জনগন নিজের জন্য দরকার হলে নিরাপত্তা চাইতে পারেন। আর সরকার যেন কোন ম্যাসেজকেই গুরুত্বহীন মনে না করেন। আইন শৃঙ্খলা বাহিনী জানে, প্রতিটি খবরই একটি ইভেন্ট। তা সত্য হউক আর মিথ্যাই হউক। তবে কোন কারণে কোন ইভেন্টকে অবহেলা করলে ক্ষতি বেশীও হতে পারে।

আবেদন রইল, সঠিক অর্থেই নিরাপত্তাহীন কোন মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে যেন হয়রানী করা না হয়। এমনটি হলে মরার উপর খাঁড়ার গাঁ ছাড়া আর কিছুই হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *