রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: দ্বিতীয় বৃহত্তম পৌরসভা গাজীপুর জেলার শ্রীপুরকে প্রথম শ্রেণীতে উন্নীত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় গত সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রেরিত প্রজ্ঞাপনে দেশের অন্য স্থানের ৭টি পৌরসভার সঙ্গে শ্রীপুর পৌরসভাকেও প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়।
এমন তথ্য নিশ্চিত করে মঙ্গলবার সকালে শ্রীপুর পৌরসভার সচিব মো. মনিরুজ্জামান শিকদার জানান, ২০০০ সালে শ্রীপুর ইউনিয়ন পরিষদকে ৯টি ওয়ার্ডে বিভক্ত করে পৌরসভা গঠন করা হয়। একই ধারাবাহিকতায় ২০০৫ সালে তৃতীয় শ্রেণী হতে দ্বিতীয় শ্রেণী এবং ১৬ বছর পর শ্রীপুর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়।