র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ২৬১ জনের নিখোঁজের তালিকা নেমে এলো ৬৮ জনে।
আজ সোমবার রাতে র্যাবের ফেসবুক পেজে সারা দেশে সাম্প্রতিক সময়ে নিখোঁজদের হালনাগাদ তালিকা প্রকাশ করা হয়। এ তালিকায় ৬৮ জনের নাম ও বিস্তারিত পরিচয় তুলে ধরা হয়।
গুলশান হলি আর্টিজান ও শোলাকিয়ায় হামলায় পর সারাদেশে নিখোঁজের যে তালিকা র্যাব দিয়েছিল, হালনাগাদের পর তাতে সংখ্যা ৭৪ শতাংশ কমে এসেছে।
গত ২০ জুলাই নিখোঁজ ২৬১ জনের তালিকা দেয়ার পর গণমাধ্যমের অনুসন্ধানে অনেকের সন্ধানই পাওয়া যায়।
তাদের কেউ কর্মস্থলে, কেউ বাড়িতে, আবার কাউকে কারাগারেও পাওয়া যায়। নতুন এ তালিকায় ২৬১ জন থেকে নিখোঁজের সংখ্যা ১৯৩ জন কমেছে, যা শতকরা হারে তা ৭৪ ভাগ।
র্যাব থেকে বলা হয়েছে, গত ২০ জুলাই র্যাবের ফেসবুক পেজে ২৬১ জন নিখোঁজ ব্যক্তির তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকা প্রকাশের পর অনেক নিখোঁজ ব্যক্তি তাদের পরিবারের কাছে ফিরে এসেছেন বলে তথ্যে পাওয়া যায়।
সারাদেশে র্যাবের সর্বশেষ অনুসন্ধান ও তদন্ত করে আজ পর্যন্ত ৬৮ জন নিখোঁজ ব্যক্তির (বয়স ১৫-৪০ বছর পর্যন্ত) হালনাগাদ তথ্য পাওয়া গেছে।
র্যাবের এই তালিকা হালনাগাদের কাজ একটি চলমান প্রক্রিয়া। এই তালিকা প্রকাশের পর কোনো ব্যক্তি যদি পরিবারের কাছে ফিরে আসে অথবা ওই তালিকার বাইরে কারো কাছে কোনো নিখোঁজ ব্যক্তির সন্ধান থাকলে ০১৭৭৭৭২০০৭৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
তালিকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তিনজন রয়েছে। এছাড়াও ভিকারুননিসা, ইস্টওয়েস্ট ইউনির্ভাসিটি, স্কালাসটিকা, ইউরোপিয়ান স্টান্ডার্স স্কুল, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যায়, তিতুমীর কলেজ, ঢাকা কলেজের শিক্ষার্থী রয়েছেন।
হালনাগাদ তালিকার যাদের নাম তারা হলেন- মো: মহিবুর রহমান (৩০), সাজ্জাদ রউফ ওরফ অর্ক (২৪), ডা: আরাফাত হোসেন তুষার, তাহমদি রহমান সাফি (৩০), খান মো: মাহমুদুল আহসান রাতুল (২৩), ঝুন্নুন শিকদার (৩০), কাজী মো: মঈনউদ্দিন শরীফ (৩০), তাওসিফ হোসেন (২৩), জুবায়ের রহিম, ইব্রাহিম হাসান খান (২৫), জুনায়েদ হাসান খান, এএসএম ফারহান হোসেন (২৯), মনোয়ার হোসেন সবুজ, আশরাফ মোহাম্মদ ইসলাম, , মো: বাদশা আলী (২৫), মো: সুমন (২৮), আশিক ওরফে সাব্বির রহমান (১৬), নাজিবুল্লাহ আনসারী (২৭), বাশারুজ্জামান ওরফে আবুল বাশার, শরিফুল ইসলাম, রাহাত বিন আব্দুল্লাহ (২৬), বেলাল মোল্লা সোহেল (২২), মাজেদুল হক (৩৫), আমান উল্লাহ আমান (২৪), কামরুজ্জামান (২৩), সাহারাত আলী (২৬), হাসানুর রহমান আসানুর, ইকবাল হোসেন (২৯), তহিদুল ইসলাম (২০), হাসান আলী (৩৭), ফারুক হোসেন (৩৭), সুমন হোসেন, রাশেদ হোসেন (২৫), শাহজাহান (৩৩), জুবায়ের হোসেন ফারুক (২১), তাজুল ইসলাম চৌধুরী (৩৮), তামিম আহমেদ চৌধুরী (৩১), জাকির হোসেন (২৮), আশরাফুজ্জামান (৩২), শাহরিয়ার খান ওরফে শাহজাহান (৩৩), সাদমান হোসেন পাপন (২৩), আকরাম হোসেন (২৫), জুলহাস শেখ (৩২), হাবিবুল্লাহ (২৬), জহিরুল ইসলাম চৌধুরী (২৬), ইমরান (২২), এটিএম তাজ উদ্দিন (৩৬), হাবিবুর রহমান (১৬), ইসমাইল হোসেন (২২), মিন্টু রহমান ওরফে বৈরগী মিন্টু (২৭), মারুজক হায়দার ওরফে জাহিন (১৭), মহিদুল ইসলাম ওরফে মিশুক (১৭), রাকিবুল ইসলাম ওরফে রিয়েল (২৪), মিন্টু মিয়া ঈদু (৩৫), রেজাউল করিম (২৬), ইকবাল হোসেন (২০), জাহাঙ্গির আলম (২৫), মকসুদ আলী (২৫), আব্দুল হামিদ (৩০), রিয়াজ উদ্দিন (১৫), জহিরুল ইসলাম (১৬), সাখাওয়াত হোসেন (২৮), মোহাম্মদ সাইফুল্লাহ ওজাকি ওরফে সুজিত দেবনাথ, ডা. রোকনুদ্দীন খন্দকার (৫০), নাঈমা আক্তার, রেজওয়ানা রোকন (২৩), রামিতা রোকন (১৭) এবং সাদ কায়েস (৩০)।
– See more at: http://www.dailynayadiganta.com/detail/news/139035#sthash.6y2F8euE.dpuf