রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় প্রচুর বোমা-বারুদ রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি জানান, এগুলো নিষ্ক্রিয় করতে হবে।
মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে তিনি এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, বোমগুলো নিষ্ক্রীয় করতে ৩/৪ ঘণ্টা সময় লাগবে। দুর্ঘটনা ঘটার আশঙ্কায় ঘটনাস্থলে আপাতত কাউতে যেতে দিচ্ছি না।
বোমাগুলো নিষ্ক্রীয় করার পর সাংবাদিকদের বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পাঁচ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং নামে একটি বাসার ৫ তলায় মঙ্গলবার ভোর রাতে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। এ ঘটনায় বাড়ির ভেতরে থাকা ৯ জন জঙ্গি সদস্যের সবাই নিহত হয় বলে জানানো হয়েছে।