যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি নৈশক্লাবে গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১৬ জন।
স্থানীয় সময় সোমবার ভোরে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের ক্লাব ব্লু নামে একটি নৈশক্লাবে এ ঘটনা ঘটে। খবর বিবিসির
নিহতদের পরিচয় জানা যায়নি।
ওই ক্লাবের কর্মকর্তাদের বরাতে বিবিসি বলছে, রোববার রাতে কিশোর-কিশোরীদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভোরে গুলির ঘটনাটি ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। ঘটনার সঙ্গে যোগাযোগ থাকতে পারে সন্দেহে পুলিশ আরও দুটি স্থানে তদন্ত চালাচ্ছে। এর মধ্যে একটি স্থানে এক বাড়িতে গুলির শব্দ পাওয়া গেছে, অন্য জায়গায় একটি গাড়ি দুর্ঘটনায় পড়েছে। দ্বিতীয় ঘটনায় একজনকে আটকও করা হয়েছে।
গত ১২ জুন একই অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের পালস ক্লাবে হামলা করে ৫০ জনকে হত্যা করে এক বন্দুকধারী। পরে ওই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)।