রাজধানীর মিরপুরের পল্লবী থানায় নাশকতার অভিযোগে মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে ওই আদালতের কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, এই মামলার অভিযোগপত্র আমলে নিয়ে আদালত নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দিয়েছেন।
অন্যদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা বিএনপি চেয়ারপারসনের তথ্যসচিব মারুফ কামাল খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল।
গত বছরের জানুয়ারি মাসে নাশকতার অভিযোগে পল্লবী থানায় এই মামলা করা হয়।

