এএফপির খবরে জানানো হয়, আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াখিম হারম্যান বলেন, ২৭ বছরের ওই শরণার্থীর আশ্রয়ের আবেদন এক বছর আগে প্রত্যাখ্যান করা হয়। বিস্ফোরণের পরেই পপ সংগীতের কনসার্ট থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়। সম্ভবত ওই কনসার্টকে লক্ষ্য করেই হামলা চালানো হয়।
পুলিশ হামলাস্থলের চারপাশ অবরুদ্ধ করে দিয়েছে। বোমা বিশেষজ্ঞরা বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে পুলিশ জানিয়েছে।
আঞ্চলিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাইকেল সিফনার বলেন, বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে।
গত এক সপ্তাহের মধ্যে জার্মানির বেভারিয়া রাজ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো হামলার ঘটনা ঘটল। মিউনিখে গুলিতে নয়জন নিহত হয়। এর আগে ট্রেনে কুঠার নিয়ে হামলায় বেশ কয়েকজন আহত হয়। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়।
ইউরোপে সম্প্রতি বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে জঙ্গি দল আইএস। ব্রাসেলস ও ফ্রান্সের নিস শহরে হামলার দায় স্বীকার করেছে তারা।