নারায়নগঞ্জে ১০ বছরের শিশুকে পায়ুপথে গ্যাস ঢুকিয়ে হত্যার অভিযোগ সংবাদ প্রকাশ হয়েছে গনমাধ্যমে। সংবাদে বলা হয়েছে, আজ রূপগঞ্জ উপজেলার যাত্রামোড়া এলাকায় জবেদা টেক্সটাইল অ্যান্ড স্পিনিং ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, সাগর বর্মণ নামে ১০ বছরের এক শিশুর উপর এমন বর্বর নির্যাতন চালানো হয়েছে। সে ওই কারখানয় শিশু শ্রমে নিয়োজিত ছিল।
আজ দুপুর ২টার দিকে কারখানার অন্য শ্রমিকরা মিলের একটি পাম্প থেকে সাগরের মলদ্বার দিয়ে বাতাস দিলে সে অসুস্থ হয়ে পড়ে। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকাল ৪টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানান তিনি।
উল্লেখ্য, গত বছরের ৪ঠা অগাস্ট খুলনা নগরীর টুটপাড়া এলাকায় একটি মোটর গ্যারেজে মলদ্বারে পাইপের মাধ্যমে হাওয়া ঢুকিয়ে মো. রাকিব হাওলাদারকে হত্যা করা হয়। ওই ঘটনায় দুই জনের ফাঁসির রায় হয়েছে।
সহজেই প্রশ্ন এসে যায়, এমন বর্বরোচিত ঘটনা যারা ঘটায় ওরা কেমন মানুষ! ওরা কি মানুষ না মানুষ জাতের কলংক। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।