রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি; গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৪ জুলাই) বেলা ২টা ৩০ মিনিটে গাজীপুর আইডিয়াল কিন্ডার গার্টেন বিদ্যালয়ে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
নিহতরা গাজীপুর গ্রামের হেকমত আলীর ছেলে সোহেল রানা (৩৮), সোহেল রানার ছেলে মারুফ আহমেদ(১০)।
আইডিয়াল কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক কামরুজ্জামান জানান, বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলার সময় বল গিয়ে বিদ্যালয়ের টিনে আটকে গেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মারুফ আহমেদ তা আনতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। সংবাদ শুনে তার পিতা সোহেল রানা ছেলেকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এ ঘটনায় উভয়ই ঘটনাস্থলে মারা যায়।
স্থানীয় অভিভাবক আকরাম হোসেন জানান, বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় স্কুলছাত্র মারুফ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ হারান। দীর্ঘদিন যাবত স্থানীয় সাইফুল মিয়ার রাইচ মিল থেকে ঝুকিপূর্ণ ভাবে বিদ্যুৎ সংযোগ ছিল বিদ্যালয়টিতে।
শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়ে শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) আমিনুর ইসলাম জানান, বাদী না থাকায় স্থানীয় প্রতিনিধিদের কাছে মৃত দেহ হস্তান্তর করা হয়েছে। তবে একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।