গ্রাম বাংলা ডেস্ক: গণজাগরণ মঞ্চের গতকালের তৃমুখী সংঘর্ষের জন্য ইসলামী ছাত্র শিবির ও ছাত্রদল দায়ী বলে অভিযোগ করেছেন মঞ্চের একাংশের মুখপাত্র ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু।
আজ বেলা ১টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
শাহবাগ যাদুঘরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাপ্পা জানান, ইমরান সরকার জামায়াত শিবিরের সাথে আঁতাত করে নিজের ব্যক্তিগত ফায়দা হাসিলের চেষ্টা করছেন। বাপ্পা জানান, ইমরানপন্থি অংশের অন্যতম সংগঠক ব্লগার আরিফ জেবতিক এক সময় সিলেট জেলা ছাত্রদলের আহবায়ক ছিলেন। তিনি ছিলেন ইলিয়াছ আলীর ডান হাত। এছাড়া আরেক সংগঠক ইব্রাহিম খলিল ছাত্রশিবির করতেন বলেও তিনি অভিযোগ করেন। এদের ইন্ধনেই গতকাল শুক্রবার সংঘর্ষ হয়েছে বলেন তিনি জানান।
সংবাদ সম্মেলনে বাপ্পা বলেন, গণজাগরণ মঞ্চে কোন ভাঙন নেই। শিবির ও ছাত্রদল বের করে দিলেই সব ঠিক হয়ে যাবে বলেনও মন্তব্য করেন তিনি।