বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাকের সমালোচনা করে মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাক হাস্যকর। যারা স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধী দল জামায়াতের সাথে সঙ্গ দেয় তাদের সাথে জাতীয় ঐক্য হতে পারে না। আগে আনুষ্ঠানিকভাবে জামায়াতকে বর্জন করুন। তারপরে হয়তো আপনার জাতীয় ঐক্যের কথা বিবেচনা করা যেতে পারে।
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের হলরুমে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
সংগঠনের সভাপতি অধ্যাপক ড. আব্দুর মান্নান চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক এম এ করিম প্রমুখ।
মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, ধর্মের নামে অধর্মের কাজ করে বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। সুকৌশলে বিদেশীদের সাথে যোগাযোগ রেখে তারা দেশকে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে।
তিনি বলেন, সন্ত্রাসী ও জঙ্গিবাদের সাথে বিএনপি-জামায়াত সরাসরি জড়িত। ইতোমধ্যে সেই প্রমাণ সরকারের হাতে এসে পৌছেছে। খুব শিগগিরই তা প্রকাশ করা হবে।