রাতুল মন্ডল,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা, এমসি, নয়নপুর, জৈনাবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ জাটকা ও পিরানহ্সহ ২৫০কেজি মাছ জব্দ করে। এর পরে মাছ দোকানীদের নগদ ২২ হাজার টাকা অর্থ দন্ড করেন।
২২ জুলাই শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত অভিযানটি চলে।
শ্রীপুর উপজেলা সহ-কারী কমিশনার (ভূমি) মাসুম রেজার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মাসুম রেজা সাংবাদিকদের জানান, জাতীয় মংস্য সপ্তাহ্ উপলক্ষ্যে শ্রীপুর উপজেলা মংস্য অফিসের আয়োজনে অবৈধ মাছের উপর আমরা অভিযান চালাই। জাটকা ও বিষাক্ত পিরানহ্সহ ২৫০ কেজি মাছ জব্দ করি। এইসব অবৈধ মাছ রাখার অভিযোগে মাছ দোকানীদের মোট ২২ হাজার টাকা অর্থ দন্ড দেওয়া হয়। জাটকা মাছ গুলো স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে। পিরানহ্ মাছ গুলো কেরসিন তৈল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
উপজেলা সিনিয়ির মংস্য অফিসার এমদাদুল হক জানান, এই ধরণের অবৈধ মাছ বিক্রি বন্ধে সচেতনামূলক সেমিনার করেছি। তাও যারা এইসব অবৈধ মাছ বিক্রি করে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আগামী সপ্তায় আবার এই ধরণের অভিযান চলবে।