গ্রাম বাংলা ডেস্ক: সেক্টর কমান্ডারস ফোরামের সাবেক চেয়ারম্যান, মহাজোট সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারকে পাকিস্তানের গুপ্তচর হিসেবে আখ্যায়িত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেছেন, এ কে খন্দকারের বই যেদিন প্রকাশিত হয় সেদিন আলকায়দা প্রধান আইমান আল জাওয়াহিরি বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় জঙ্গি নেটওয়ার্ক গড়ে তোলার হুমকি দেন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই, এ কে খন্দকারের পাকিস্তান প্রীতি এবং আলকায়দার বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গঠনের হুমকি একই সূত্রে গাঁথা। ইতিহাস বিকৃত করার দায়ে এ কে খন্দকারের বিচারের মুখোমুখি করা হবে।
আজ শুক্রবার জাতীয় প্রেস কাবের সামনে ইতিহাস বিকৃতির দায়ে এ কে খন্দকারের বিচারের দাবিতে বাংলাদেশ আওয়ামী মোটরচালক লীগ আয়োজিত এক সমাবেশে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু যখন ভাষণ দিয়েছিলেন, সে সময় এ কে খন্দকার সেখানে উপস্থিত ছিলেন না। জিয়াউর রহমান ও খন্দকার মোশতাককে যেমনিভাবে আমরা চিনতে পারিনি, ঠিক এ কে খন্দকার আমাদের পরিকল্পনামন্ত্রী থাকা সত্ত্বেও তাকে আমরা চিনতে পারিনি। জিয়াউর রহমান এক বিশেষ পরিস্থিতিতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি মুক্তিযুদ্ধে পাকিস্তানের অ্যাজেন্ট হিসেবে তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছিলেন। তেমনিভাবে এ কে খন্দকারও পাকিস্তানের চর হিসেবে কাজ করেছেন। বইটি লিখে তিনি খোলস থেকে বেরিয়ে এসেছেন।
আ ক ম মোজাম্মেল হক বলেন, ১৯৭৫ সাল থেকেই তালেবান আর জঙ্গিরা শেখ হাসিনাকে বার বার হত্যার চেষ্টা করেছে এবং ব্যর্থ হয়েছে। আবার ষড়যন্ত্র শুরু করেছে। তবে তারা কখনই সফল হবে না।
আয়োজক সংগঠনের সভাপতি আসলাম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আব্দুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ প্রমুখ।