সিনিয়র নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

Slider জাতীয়

file

 

সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে গতরাত রাত ৯ টা ৪০ এ বৈঠকটি শুরু হয়। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, শামসুজ্জামান দুদু, জয়নুল আবেদীন, আবদুল কাইয়ুম, সিনিয়র যুগ্ম-মহাসচিব রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আজীম, শামা ওবায়েদ, কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভূঁঁইয়া ও হাবিবুর রহমান হাবিব বৈঠকে অংশ নেন। উল্লেখ্য, অর্থপাচার মামলায় গতকাল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের কারাদণ্ডাদেশ ও ২০ কোটি টাকা জরিমানা করেছেন আদালত। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ দুদকের আপিল গ্রহণ করে এ রায় দেন। যদিও নিম্ন আদালতে এ মামলায় তারেক রহমান খালাস পেয়েছিলেন। এছাড়া গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার প্রেক্ষিতে গুলশান এলাকায় রাজনৈতিক কার্যালয় থাকতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। ুদলীয় সূত্র জানায়, এ দুইটি ঘটনা নিয়ে করণীয় নির্ধারণে জরুরি এ বৈঠক করেছেন খালেদা জিয়া। মিটিং চলাকালে রাত পৌনে ১১ টায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ
সাংবাদিকদের জানান কাল বেলা এগারোটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিং্যের মাধ্যমে বৈঠকের বিস্তারিত জানানো হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *