গণজাগরণ মঞ্চে ত্রিমূখী সংঘর্ষ : আহত ২০

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

72187_00

গ্রাম বাংলা ডেস্ক: শাহবাগে গণজাগরণ মঞ্চের কর্মসূচি চলাকালে ত্রিমূখী সংঘর্ষ হয়েছে। এসময় ইমরান এইচ সরকারসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে তিন অংশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের জন্য তিনটি অংশই একে অন্যকে দূষছেন।

জানা গেছে, জামায়াতের সিনিয়র নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমানোর প্রতিবাদে আজ শাহবাগে সমাবেশ কর্মসূচি ছিল গণজাগরণ মঞ্চের। সে অনুযায়ী মঞ্চের তিনটি অংশই শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের তিনভাগ হয়ে আলাদাভাবে সমাবেশ শুরু করে। এর মধ্যে ইমরানপন্থী অংশ সমাবেশ শেষে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করে শাহবাগ মূল মোড়ের সড়ক অবরোধের চেষ্টা করে। এসময় পুলিশ বাঁধা দেয়।

এর একপর্যায়ে ইমরানপন্থী গ্রুপের সাথে সরকার সমর্থক হিসেবে পরিচিত কামাল পাশা গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ বেঁধে যায়।

জানা গেছে, উভয় পক্ষের সমাবেশ থেকে উস্কানিমূলক বক্তব্য দেয়ার ফলে এ সংঘর্ষ বাঁধে। এসময় ইমরানসহ উভয় অংশের বেশ কয়েকজন আহত হন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

বিকেল থেকেই শাহবাগে জাতীয় যাদুঘরের মূল গেটের একপাশে অবস্থান নেয় কয়েকটি বাম ছাত্র সংগঠনের গণজাগরণ মঞ্চের অপর অংশটি। তিনটি অংশ থেকেই মাঝে মাঝে তাদের দাবির সমর্থনে স্লোগান দেয়া হচ্ছিল। তবে এর মধ্যে একে অন্যের বিষোদগারও নিয়মিতভাবে চলছিল। যে কারণে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

তারা আরো জানান, কামাল পাশা এবং ইমরান পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলেও বাপ্পাদিত্য বসুর নেতৃত্বাধীন অংশটিও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন- কামালা পাশা পক্ষের রেজোওয়ান, মেহেদী হাসান, হাবিবুল্লাহ মেসবাহ। ছাত্র আন্দোলনের জীবন, ইমন, মনোয়ার, রোমিও। ইমরান পক্ষের অনিক রায়, আরিফ জেবতিক ও মারুফ রসূল।

এ সংঘর্ষের বিষয়ে তিন অংশের নেতারাই পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। ইমরানপন্থী অংশের অন্যতম সংগঠক মারুফ রসূল বলেন, আমরা মিছিল নিয়ে এগিয়ে যেতে গেলে অপর অংশ এবং পুলিশ হামলা করেছে। এতে ১০ জন আহত হয়েছে। এটা পরিকল্পিতভাবে করা হয়েছে।

সরকারপন্থী অংশের মুখপাত্র কামাল পাশা বলেন, কোনো ধরণের উস্কানি ছাড়াই হামলা করা হয়েছে। এতে তাদের সাতজন আহত হয়েছেন। যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া ভিন্ন খাতে নেয়ার জন্য এ হামলা বলে তিনি অভিযোগ করেন।

বাপ্পাদিত্য বসু বলেন, আরিফ জেবতিকের নেতৃত্বে তাদের ওপর হামলা করা হয়েছে। এতে তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *