অবরুদ্ধ নয়াপল্টন, বিক্ষোভ মিছিল, গ্রেপ্তার ১৩

Slider রাজনীতি

23585_ssd

 

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় উচ্চ আদালতের রায়কে কেন্দ্র করে সকাল থেকে অবরুদ্ধ ছিল দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়। আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার কারণে নয়াপল্টনমুখী হতে পারেনি বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টায় কার্যালয়ে প্রবেশের মুখে দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ফলে দলের তরফে তাৎক্ষনিক ব্রিফিংয়ে অংশ নিতে পারেননি অনেকে নেতা। এ ব্যাপারে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম সাংবাদিকদের জানান, নয়াপল্টনের আশপাশ এলাকা থেকে সন্দেহভাজন গতিবিধির কারণে বিএনপি নেতা টিপুসহ কয়েকজনকে আটক করা হয়েছে। এদিকে তারেক রহমানের বিরুদ্ধে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে নয়াপল্টনসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নেতৃত্বে নয়াপল্টনে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে- সহ-সভাপতি মনিরুল ইসলাম মনির, মাসুম বিল্লাহ, কামাল হোসেন, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাসেল মিয়া, মিজানুর রহমান সোহাগ, মফিজুর রহমান আশিক, ফয়েজ উল্লাহ ফয়েজ ও সহ তথ্য-বিষয়ক সম্পাদক মামুন খানসহ কেন্দ্রীয় ও মহানগর নেতাকর্মীরা অংশ নেন। ওদিকে মতিঝিল এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক এমএ গাফফারের নেতৃত্বে দুপুর পৌনে ১২টার দিকে মতিঝিলের ঘরোয়া হোটেলের সামনে থেকে এ মিছিলটি শুরু হয়ে টিকাটুলি মোড়ে গিয়ে শেষ হয়। অন্যদিকে বিক্ষোভ মিছিল করেছে সভাপতি খন্দকার এনামুল হক এনাম ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মানিকের নেতৃত্বে ফকিরাপুল পানির ট্যাংকির সামনে থেকে শুরু করে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত মিছিল করে করে ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব। এদিকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজা ও গ্রেপ্তারী পরোয়ানায় প্রতিবাদে রাজধানীর শান্তিনগর ও গ্রীনরোড এবং রাজধানীর বাইরে ফরিদপুর, ময়মনসিংহসহ বিভিন্ন জায়গায় তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। সেই সঙ্গে আজ সারাদেশের জেলা ও মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে সংগঠনটি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল বের করলে ধাওয়া দেয় ছাত্রলীগ। এ সময় এক ছাত্রদল নেতাকে ধরে পুলিশের হাতে তুলে দেয় তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *