গাজীপুর, ২১ জুলাই ২০১৬: গাজীপুর সদর উপজেলাধীন ইকবাল সিদ্দিকী কলেজ ও কচি-কাঁচা একাডেমীর যৌথ উদ্দ্যোগে দিন ব্যাপী এক বিজ্ঞান মেলা আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়। রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে আয়োজিত এই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন বাংলাদেশের তরুণ বিজ্ঞানী মোঃ ফারুক বিন হোসেন ইয়ামিন। উদ্বোধনী বক্তৃতায় বিজ্ঞানী ইয়ামিন বলেন, একটি উদ্ভিদ নিজের বংশবিস্তার ও অন্যান্য প্রাণির খাবারের জন্য বড় হয়ে ফল দেয়। তেমনি আমাদেরও মানুষের মঙ্গলের জন্য কিছু না কিছু কাজ করা প্রয়োজন। সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী।
বিজ্ঞান মেলায় দশম শ্রেণির শিক্ষার্থী নুজাত তাসনিম মার্জিয়া, আছিয়া আক্তার ও সাদিয়া আক্তারের ‘হাইড্রোলিক মডেল’ প্রজেক্টটি প্রথম, নবম শ্রেণির শিক্ষার্থী আহানাফ হোসেনের ‘মেকিং ফায়ার ফ্রম সোডিয়াম হাইড্রোক্সাইড’ প্রজেক্টটি দ্বিতীয়, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সানজানা শাওরিন ঐশীর ‘গ্রীন হাউজ’ প্রজেক্টটি তৃতীয় এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ, সাজেদুর রহমান স্বাধীন, মুক্তাদী রেজা মুন্না ও হাজরা রবিউল ইসলামের ‘ওয়াটার লিফ্ট’ প্রজেক্টটি বিশেষ পুরষ্কার অর্জন করে। উল্লেখ্য, ইকবাল সিদ্দিকী কলেজ ও কচি-কাঁচা একাডেমীর মোট ১১০ জন শিক্ষার্থী ৫১টি প্রজেক্ট বিজ্ঞান মেলায় প্রদর্শন করে।
প্রেসবিজ্ঞপ্তি