তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত সন্দেহে ১১২ জনকে নিরাপত্তা হেফাজতে (রিমান্ডেড ইন কাস্টডি) পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের বিচারক, প্রসিকিউটর সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী। অভিযোগে বলা হয়েছে, তারা সাংবিধানিক শৃংখলা জোর করে ধ্বংস করে সারা তুরস্কে সরকার উৎখাতের চেষ্টা করেছিল। এ সময় অসুস্থতার জন্য একজন সন্দেহভাজনকে মুক্তি দেয়া হয়েছে। ওদিকে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের কার্যালয়ের এক কর্মচারীরকে একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম আকিফ মুস্তাফা কোসিগিট। গুলেনপন্থি সংগঠনের সঙ্গে তার সম্পর্ক থাকতে পারে এ জন্য তাকে ওই অফিসে নিম্ন পর্যায়ের একটি পদে রাখা হয়েছিল।