স্টাফ করেসপন্ডেন্ট
শ্রীপুর অফিস: শ্রীপুরে শশুর বাড়িতে জামাতার রহস্যজনক মৃত্যুর বিষয়টিকে আত্মহত্যা বলে প্রচার করার প্রতিবাদে এলাকাবাসীর বাঁধার মুখে তিন পর লাশ দাফন হয়েছে।
শুক্রবার দুপুরে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামে ওই লাশ দাফন হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হয়দেবপুর গ্রামের রহিম উদ্দিন(৫৫) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার জামিরদিয়া-মাস্টার বাড়ি নামক স্থানে শশুড় জনৈক আহাম্মদ আলীর ছেলে এয়াকুব আলীর বাড়িতে থেকে খুচরা ব্যবসা করে সংসার চালাতেন। বুধবার রাতে তার রহস্যজনক মৃত্যু হয়। এরপর বৃহসপতিবার ভালুকা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বৃহসপতিবার রাতে ময়না তদন্ত শেষে দাফনের জন্য লাশ গ্রামের বাড়ি শ্রীপুর থানার হয়দেবপুরে গ্রামে আনা হয়।
সূত্র জানায়, শশুড়বাড়ির লোকজন পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছেন মর্মে এলাকায় সংবাদ প্রচার হওয়ায় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। প্রতিবাদ করতে গিয়ে তারা লাশ দাফনে বাঁধা দেন। এক পর্যায়ে নিহতের শশুর বাড়ির লোকজন পালিয়ে যায়।
পুলিশ জানায়, শ্রীপুর থানা পুলিশ বিষয়টি জানতে পেরে ভালুকা থানার সঙ্গে কথা বলে ন্যায় বিচারের আশ্বাস দেন। পরে লাশ দাফন হয়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মহসীনুল কাদির জানান, ভালুকা থানায় এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ন্যায় বিচারের জন্য ভালুকা থানাকে সহযোগিতা করা হবে।