যৌন বিতর্কে চাকরি ছাড়ছেন ফক্স নিউজের প্রধান নির্বাহী!

Slider বিনোদন ও মিডিয়া সারাবিশ্ব

23437_Roger-Ailes_1

 

যৌন হয়রানি বিতর্কে ফক্স নিউজ ছেড়ে যাচ্ছেন রজার এইলস। তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাবান ও বিতর্কিত মিডিয়া ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম। ফক্স নিউজ ছাড়ার সঙ্গে সঙ্গে তিনি কর্তৃপক্ষের কাছ থেকে পাওনা হিসেবে পাচ্ছেন ৪ কোটি ডলার। তার বিরুদ্ধে সিরিজ যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে। তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগ যা-ই হোক, তার সঙ্গে সঙ্গে প্রভাবশালী এ টিভি চ্যানেল থেকে আরও বড় বড় যেসব কর্মকর্তাকে চলে যেতে হতে পারে তার মধ্যে অন্যতম বিল ও’রিলি এবং সিন হানিটি। ৭৬ বছর বয়সী রজার এইলসের বিরুদ্ধে যৌন হয়রানির দ্বিতীয় অভিযোগ এনেছেন ফক্স নিউজের নারী সাংবাদিক মেগান কেলি। তিনি বলেছেন, রজার তার সঙ্গে যৌন সুবিধা নেয়ার চেষ্টা করেছেন। এ অভিযোগে তিনি মামলা করেছেন। এর আগে একই রকম অভিযোগ করেন সাংবাদিক গ্রিটচেন কার্লসন। তার পরই ফক্স নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছিলেন রুপার্ট মারডক ও তার ছেলেরা। এ খবর প্রকাশিত হয়েছে ‘নিউ ইয়র্ক’ ম্যাগাজিনে। এতে বলা হয়, প্রথম অভিযোগ নিয়ে যখন তদন্ত শুরু হয় তখনই এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল। রজার এইলসের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগকারী কেলি সম্ভবত এমন অভিযোগ আনা ফক্স নিউজের উচ্চ পর্যায়ের নারী সাংবাদিক। তিনি তদন্তকারীদের বলেছেন, কয়েক বছর আগে তাকেও যৌন হয়রানি করেন রজার এইলস। ফক্স নিউজের একজন উপস্থাপিকা কেলি। নিউ ইয়র্ক ম্যাগাজিন লিখেছে, কেলি তদন্তকারীদের বলেছেন, রজার এইলস এখন থেকে প্রায় ১০ বছর আগে তার কাছে যৌন সুবিধা চান। ওই সময় কেলি ছিলেন একজন তরুণী সাংবাদিক। মঙ্গলবার বিখ্যাত নিউজউইক ম্যাগাজিনের অনলাইন ডেইলি বিস্ট রিপোর্ট করেছে যে, শেষ পর্যন্ত ফক্স নিউজ নিশ্চিত করেছে যে, এর প্রধান নির্বাহী কর্মকর্তা রজার কোম্পানি ছাড়ছেন। তবে এখনও তিনি দায়িত্বে আছেন। বিদায় প্রক্রিয়া নিয়ে তিনি সমঝোতা করছেন। তবে ফক্স নিউজের মূল প্রতিষ্ঠান ২১তম সেঞ্চুরি ফক্স এক বিবৃতিতে বলেছে, রজার এখনও দায়িত্বে আছেন। তার বিষয়ে পর্যালোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *