ইসলামিক ফাউন্ডেশন থেকে গত জুমার আগে গণমাধ্যমে পাঠানো খুতবার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন খুতবা প্রণয়ন কমিটির আহ্বায়ক ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেছেন, ওই খুতবা কারও ওপর চাপিয়ে দেওয়া বা নির্দিষ্ট করে দেয়া হয়নি। ধারণা নেওয়ার সুবিধার্থে খুতবাটি নমুনা হিসেবে পাঠানো হয়। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন গত বৃহস্পতিবার ‘অশান্তি এবং জঙ্গিবাদ ও সন্ত্রাস সম্পর্কে সতর্কীকরণ’ শিরোনামে একটি খুতবা গণমাধ্যমে পাঠিয়ে তা দেশের সব মসজিদের ইমাম ও খতিবদের অনুসরণের অনুরোধ জানায়। পরদিন খুতবাটি বায়তুল মোকাররম মসজিদসহ সারা দেশের বিভিন্ন মসজিদে অনুসরণ করা হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ জুমার নামাজের খুতবা নির্দিষ্ট করে দেওয়াকে ধর্মীয় বিষয়ে অবৈধ হস্তক্ষেপ বলে প্রত্যাখ্যান করে। সংগঠনটি এ খুতবাকে ‘বিতর্কিত’ ও ‘ভুলে ভরা’ বলেও দাবি করে।