সামপ্রতিক জঙ্গি হামলা, জঙ্গিবাদী তৎপরতা এবং আদালত ও সমিতির শৃঙ্খলা রক্ষার প্রেক্ষিতে ঢাকা আইনজীবী সমিতির সকল আইনজীবীকে সন্ধ্যা সাতটার মধ্যে সমিতি ভবন ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে আদালত অঙ্গনে আইনজীবীদের নিজ নিজ পরিচয়পত্র (আইডি কার্ড) পরিধানের পরামর্শ দেয়া হয়েছে। ঢাকা জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আদেশে আরও বলা হয়েছে, আদালতে প্রবেশকালে আর্চওয়ে গেইট অতিক্রম-পূর্বক অথবা নিরাপওা কর্মীদের কাছে থাকা মেটাল ডিটেক্টর দ্বারা পরীক্ষা করে নিতে। সমিতির পক্ষ থেকে আইনজীবীদের উদ্দেশে আরো বলা হয়েছে, ঢাকা আইনজীবী সমিতির গেট প্রতিদিন সকাল ৮টায় খোলা হবে। বন্ধ হবে সন্ধ্যা ৭ টায়। তাই এই নির্দিষ্ট সময়ের আগেই সকল আইনজীবীকে আইনজীবী সমিতি ভবন ত্যাগ করতে হবে। ঢাকা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইদুর বিষয়টি নিশ্চিত করে গতকাল সন্ধ্যায় মানবজমিনকে বলেন, কিছুদিন আগে সমিতির ভবন বুঝে নিয়েছি। এখন ভবনে যাতে কোনো ধরনের অপরাধ ও বিশৃঙ্খলাজনিত কর্মকাণ্ড না হতে পারে সেজন্য এমন নির্দেশনা দেয়া হয়েছে। তবে, এটি শুধু দেশের সাম্প্রতিক জঙ্গি হামলা বা আইনশৃঙ্খলাজনিত বিষয় নয়, সমিতির শৃঙ্খলা ও সমিতির ভবনের নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।