হেঁটে হেঁটে ঢুকেছে, সিসি টিভি ক্যামেরাতে দেখেছি’

Slider রাজনীতি

file (1)

 

গুলশান হামলা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এ যুবকগুলো একজন দু’জন করে হাঁটতে হাঁটতে ঢুকেছিলো। এখন আমরা সিসি টিভি ক্যামেরাতে দেখেছি- ওরা গাড়ি ব্যবহার করেনি, হেঁটে হেঁটে এসেছে। ভিডিওতে এ লোকগুলোকে আমরা রাস্তায় দেখেছি’। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। গুলশানের মতো জায়গায় সন্ত্রাসীরা অস্ত্রসহ কিভাবে প্রবেশ করলো জানতে চাইলে তিনি বলেন, ‘অস্ত্র কি প্রকাশ্যে নিয়ে গিয়েছিলো? ওরা ব্যাক প্যাকে অস্ত্র নিয়েছে। ওরা অল্প বয়সের। সবাই মনে করেছে ছাত্র’। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অবশ্যই তৎপরতা ছিলো। আক্রমণের তিন মিনিটের মাথায় এসআই ফারুক সেখানে গিয়ে হাজির হয়েছিলেন। ১০ মিনিটের মাথায় তার সহকর্মীরা গিয়ে হাজির হয়েছিলেন’। মন্ত্রী আরও বলেন, আমাদের গোয়েন্দারা সন্দেহ করছিলেন।  গোয়েন্দাদের আশঙ্কা ছিলো, এ ধরনের ঘটনা ঘটতে পারে। কোথায় হবে, কখন হবে, এগুলো ছিলো না। সেজন্য আমাদের পুলিশ সর্তক অবস্থায় ছিলো। শোলাকিয়ায় হামলার প্রসঙ্গে তিনি বলেন, শোলাকিয়ায় পুলিশ সর্তক অবস্থায় ছিলো। সেজন্যই, সেখানে অনেক মানুষের জীবননাশ হতে পারতো, এমন আশঙ্কা ছিলো, সেটা থেকে আমরা রক্ষা করতে সক্ষম হয়েছি। গুলশানে যেটা হয়েছে, আমরা খবর পাওয়ার পর পরই তাৎক্ষণিকভাবে পুলিশ সেখানে চলে গিয়েছিলো। আমাদের পুলিশ সব জায়গায়ই একটা অবস্থানে ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *