লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত ১

Slider গ্রাম বাংলা ফুলজান বিবির বাংলা

22935_map

 

লক্ষ্মীপুর সদর উপজেলার পাবর্তীনগর ইউনিয়নের মকরধছ এলাকায় পুলিশ-সন্ত্রাসী গোলাগুলিতে বাশার বাহিনীর সহযোগি তারেক হোসেন নিহত হয়েছেন। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হন। ঘটনাটি ঘটেছে গতরাতের শেষ প্রহরে। ঘটনাস্থল থেকে একটি এলজি ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। নিহত তারেক হোসেনের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অপর আহত চার পুলিশ সদস্যকে একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহত তারেক হোসেনের বিরুদ্ধে সদর থানাসহ বিভিন্ন স্থানে হত্যা চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার গভীররাতে সন্ত্রাসী বাশার বাহিনীর সহযোগি তারেক হোসেন মকরধছ এলাকায় অবস্থান করছে এ খবর পেয়ে তাকে ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁেড়। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে বাশার বাহিনীর সহযোগি তারেক হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের কনস্টেবল মাইন উদ্দিন, হেলাল উদ্দিন ও সালাউদ্দিনসহ চারজন। ঘটনাস্থল থেকে একটি এলজি ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। নিহত তারেক হোসেন মকরধছ গ্রামের আবদুর শুক্কুর ওরফে সিরাজ মিয়ার ছেলে। সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ কাউছার জানান, তারেক হোসেন পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে সদর থানাসহ বিভিন্ন স্থানে হত্যা ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে। সে বাশার বাহিনীর সহযোগি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *